বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ এ স্বাগতম
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ, ইসলাম দর্শন ভিত্তিক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুফি, বহুভাষাবিদ ও পন্ডিত মরহুম ড. মুহাম্মদ শহিদুল্লাহ (রঃ) ১৯৪৮ সনে ১৮,এপ্রিল বগুড়া আজিজুল হক কলেজের প্রিন্সিপ্যালের পদে অধিষ্ঠিত থাকাকালিন সময়ে বগুড়া শহরের তদানিন্তন বিশিষ্ট ব্যক্তিদেরকে উদ্দিপ্ত করে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৭৮ সালে তদানিন্তন বগুড়া জেলার মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ শহীদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে এর কার্যক্রম নব উদ্যমে আরম্ভ করা হয়। তিনি তার একক উদ্যোগে জেলা পরিষদের ১৬ শতাংশ জমিসহ তিনতলা ভবন বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নামে দানপত্র দলিল মূলে অত্র সংস্থায় প্রদান করেন। সে থেকে অত্র সংস্থার কর্মকান্ড এগিয়ে চলছে। সংস্থার জমি ও নিজস্ব ভবন বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নামে দানপত্র দলিল দেয়ার ব্যাপারে তদানিন্তন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব আলহাজ এ. এইচ. এম মোফাজ্জল করিম ও তদানিন্তন বগুড়া জেলা প্রশাসক জনাব সাখাওয়াত হোসেন বিশেষ অবদান রাখেন। বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস অত্র সংস্থার প্রতি অত্যন্ত দরদি। তাঁর দিক নির্দেশনার ফলে সংস্থার কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ